নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে গভীর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের। বৃহস্পতিবার বেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কামারহাটি থানার পিটুরি ঘাটে। মৃতের নাম মহম্মদ সোহান ( ১৮)। তাঁর বাড়ি কামারহাটির ১১ নম্বর আনোয়ার বাগানে। কামারহাটি হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল সোহান। সোহানকে বাঁচাতে গিয়ে তাঁরই বন্ধু মহম্মদ নিহাস ডুবে যাচ্ছিল। ঘাটে বসে থাকা স্থানীয় যুবকরা ঝাঁপ দিয়ে গঙ্গায় নেমে নিহাসকে উদ্ধার করে। কিন্তু সোহানকে আর বাঁচানো যায় নি।
আরো পড়ুন Vitamin M: ভিটামিন এম নিয়ে হাজির মনামী!
জানা গিয়েছে, নিহাসের আদিবাড়ি বিহারের মধুবনীতে। আনোয়ার বাগানে একটি মাদ্রাসায় পড়াশুনা করার জন্যে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কামারহাটি থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। পিটুরি ঘাটে তল্লাশি চালিয়ে সোহানকে উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বেঁচে যাওয়া নিহাস জানায়, ওঁর বন্ধু ডুবে যাচ্ছিল। ওকে বাঁচাতে গিয়ে সেও ডুবে যাচ্ছিল। ঘাটে থাকা একজন গঙ্গায় ঝাঁপ দিয়ে তাকে বাঁচিয়েছে। কিন্তু বন্ধুকে আর বাঁচাতে পারেনি। ও গভীর জলে তলিয়ে গেছে।
Discussion about this post