দীপ দেব : শ্রী শ্রী জয়ঠাকুর সেবা সমিতির সপ্তম বার্ষিক উৎসব উপলক্ষে রবিবার ২৬ মার্চ শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এদিন অনুষ্ঠানের মুখ্য অতিথি সাধক তথা সমাজ সংস্কারক জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের উপস্থিতিতে বিকেল চারটায় সমিতির কর্মী- সদস্য -সদস্যা সহ ভক্তের উপস্থিতিতে শিলচর শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা রাঙ্গিরখাড়ি তারকেশ্বর শিব মন্দির থেকে শুরু হয়ে অম্বিকাপট্টির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির হয়ে সুভাষ নগর দুর্গা মন্দিরের সামনে এসে সমাপ্ত হয়। শোভাযাত্রায় ঢাক-ঢোল, মণিপুরী ব্যান্ড পার্টি সহ বিশাল আকারের দ্যুতি নিয়ে জয়ঠাকুর ধ্বনি দিয়ে আরতি করেন ভক্তরা । পরে সুভাষনগর দুর্গামন্দির প্রাঙ্গণে জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের প্রদীপ প্রজ্জ্বলন ও পুজোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন এবং ভক্তরা আশীর্বাদ নেন ।
এদিন জয়ঠাকুর সেবা সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবের পরিচালনায় অনুষ্ঠানে অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। পরে ভক্তদের উদ্দেশ্যে জয়ঠাকুর সঞ্জীব গুপ্ত ধর্মালোচনা করেন । এদিন উৎসব উপলক্ষে শিলচর সারদা সংঘের সদস্যরা ভক্তিগীতি পরিবেশন করেন।তারপর ধ্যান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দিপীকা দাস ,নূপুর দত্ত সহ অন্যান্য শিল্পীরা ধর্মীয় সংগীত পরিবেশন করেন। এছাড়া বাংলাদেশের বাউল শিল্পী প্রদীপ মালাকার ,সঞ্জয় বাউল বাউল সঙ্গীত পরিবেশন করেন।উৎসব উপলক্ষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিন উৎসবে বরাক উপত্যকার তিন জেলা কাছাড় ,করিমগঞ্জ ও হাইলাকান্দির বিভিন্ন স্থান থেকে জয়ঠাকুরের কয়েক হাজার ভক্তরা অংশ গ্রহণ করেন । বিশ্বজিৎ দেব জানান , আগামী ২ মার্চ লালা এবং ৯ মার্চ দুল্লভছড়ায় অনুরূপ উৎসব অনুষ্ঠিত হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post