সুরশ্রী রায় চৌধুরী: লায়ন্স ক্লাব অফ বকুলতলা সরশুনা গ্রেটার ও কমিউনিটি হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে বেহালা ব্লাইন্ড স্কুল অডিটোরিয়াম এ ‘বিশ্ব উষ্ণায়ন’ সম্বন্ধীয় এক আলোচনা সভার আয়োজন করেছিল। এই আলোচনা সভায় আই আই এম সি (জোকা)-র অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ অম্বুজ মহান্তি বিশ্ব উষ্ণায়নের ফলে পরিবেশের ভারসাম্যের তারতম্য নিয়ে আলোচনা করেন।
এই অনুষ্ঠানের আহবায়ক বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ এস এস মিশ্র এই ধরণের একটি সময়পোযোগী আলোচনা চক্রের আয়েজনের জন্য কৃতজ্ঞতার কথা স্বীকার করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন কমলেন্দু দাস, দীপিকা দাস, অনিতা দাস, শ্রী ভাস্কর, পি, কে দে, লায়ন মধুপর্ণা ব্যানার্জি, অধ্যাপক কল্যাণ চক্রবর্তী, গার্গী গুপ্তা, হেমন্ত দাস, মহুয়া সেন, বংশীবদন চট্টোপাধ্যায়ভা, প্রবাল চ্যাটার্জি , সংগীত ভারতী দীপশ্রী। উৎসা চ্যারিটেবল ট্রাস্টের সহ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবেশবিদ বিশিষ্ট সমাজ কর্মী লায়ন শ্যমলেন্দু দাস।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post