আমজাদ আলী, মালদা: শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার রতুয়ার সম্বলপুর অঞ্চলের ডাঙ্গা মোড় এলাকায়। ট্রাক এবং বাইকের সংঘর্ষ হতেই ট্রাকের চাকার নিচে পড়ে যাই ওই গৃহবধূ, জখম হয়েছে আরো ২ জন। ঘটনায় কুমারগঞ্জ নোয়াগামী রাজ্য সড়কের যান চলাচল স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ এসে ও ট্রাক চালক ও ট্রাকটিকে আটক করে। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত গৃহবধুর নাম রেণুকা বিবি। ঘটনাই গুরুতর আহত হয়েছেন মোটরবাইকে থাকা তার স্বামী মজাম্মিল ও একটি সন্তান। তারা ২ জনেই আড়াইডাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সম্বলপুর অঞ্চলের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা তারা। মোটরবাইকে কোরে শশুর বাড়ি ধোনাইপুর যাচ্ছিলেন। সেই সময় ভাঙ্গা মোড় এলাকায় একটি ট্রাককে পাস করতে গিয়ে মোটরবাইকের সংঘর্ষ হয়ে যায়। ঘটনায় মোটর বাইকের সকলেই রাস্তার উপরে ছিটকে পরে। তখনই ওই গৃহবধূর ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় ওই গৃহবধুর। মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যদিকে পুখুরিয়া থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post