পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ : প্রতি বছরই করিমগঞ্জের কুশিয়ারা নদীর বিসর্জন ঘাট সহ চরবাজার ও চরাকুরি বাজারের নদীর ঘাটে সূর্য উপাসনার জন্য ভক্তদের ভিড় হয়৷ এবারও ব্যতিক্রম হয়নি৷ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমে ঘাটে৷ গতকাল থেকেই বিসর্জন ঘাটকে রঙিন কাগজ, ফুল দিয়ে সাজানো হয়েছিল৷ দুপুরের পর থেকে পূজার উপকরণ নিয়ে ঘাটে পৌঁছাতে শুরু করেন ব্রুতধারীরা৷ দুই ঘাটেই রবিবার রীতি অনুসারে সূর্যাস্তের মুহূর্তে সূর্য দেবতাকে বিশেষ অর্ঘ্য নিবেদন করে তারা ৩৬ ঘন্টার নির্জলা উপবাস ভঙ্গ করবেন৷
উৎসব উপলক্ষে পৌরসভা, SDRF, BSF, পুলিশ ব্যাপক সতর্কতা অবলম্বন করেছে৷ ব্যারকেড দেওয়া সহ অস্থায়ী স্নানাগার বানানো হয়েছে৷ করিমগঞ্জের পৌরপতি রবীন্দ্র দেব জানান, দুর্গাপূজা, কালিপূজার পর এবার ছট পূজায় মেতেছেন করিমগঞ্জের হিন্দিভাষীরা৷ নদীর ঘাটে যাতে ভক্তদের কোনও সমস্যায় পড়তে না হতে হয়, তার জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে৷
ছট পূজার শুভেচ্ছা জানিয়ে 16tn bn. BSF 2nd in cmnd. অরুণ কুমার জানান, ৩টি বিসর্জন ঘাটেই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে৷ জলপথে স্পিডবোটে টহলদারি চলছে৷ বিএসএফের পুরুষ সহ মহিলা সদস্যও মোতায়েন করা হয়েছে৷ দর্শনার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post