দীপ দেব: আজ কাছাড় জেলার ধোয়ারবন্দ অঞ্চলে তীর, মদ, সর্ব প্রকার জুয়া, ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং গণমাধ্যমে অবাধ অশ্লীলতার প্রদর্শন বন্ধ করার দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ এই বিক্ষোভ মিছিল অঞ্চলের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে উল্লেখিত দাবীগুলি নিয়ে শ্লোগান মুখরিত করে তুলে৷ এই বিক্ষোভ মিছিল যৌথভাবে আহ্বান করে ছাত্র সংগঠন এ আই ডি এস ও; যুব সংগঠন এ আই ডি ওয়াই ও্ এবং মহিলা সংগঠন এ আই এম এস এস৷
এখানে উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে নারী নির্যাতন এবং মদ, ড্রাগস, জুয়া ও অশ্লীলতার প্রচার দিন দিন বেড়েই চলেছে। ফলে নারী ও শিশুরা নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এই বৃহত্তর ধোয়ারবন্দ এলাকায় সাম্প্রতিক কালে শিশু কন্যা ও মহিলাদের শ্লীলতাহানীর বহু ঘটনা ঘটেছে। বহু ঘটনা যদিও সামাজিক কারণে প্রকাশ্যে আসেনি কিন্তু যেগুলো প্রকাশ্যে এসেছে তাতে বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে নারী ও শিশুরা মোটেই নিরাপদ নয়। এসব ঘটনার জন্য দায়ী মদ, ড্রাগস, জুয়া ও অশ্লীলতার ঢালাও প্রচার ও প্রসার।
অথচ অত্যন্ত দুঃখের বিষয় যে এগুলো শক্ত হাতে দমন করার পরিবর্তে সরকারের পক্ষ থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে অবাধে মদ বিক্রির লাইসেন্স প্রদান করা হচ্ছে। ফলে চরম অত্যাচারের শিকার হচ্ছে নিরপরাধ শিশু ও মহিলারা। অন্যদিকে স্মার্ট ফোনে পর্ণ ছবি দেখার সুযোগ থাকায় বিকৃত মানসিকতার সৃষ্টি হচ্ছে এবং শিশু থেকে বৃদ্ধারা পর্যন্ত যৌন লাঞ্ছনার শিকার হচ্ছেন। এছাড়াও যত্রতত্র বিভিন্ন ধরনের জুয়া চালু থাকায় নিম্ন আয়ের সাধারণ মানুষেরা সহজ উপায়ে অর্থ লাভ করার আশায় তাতে যুক্ত হয়ে উপার্জনের সবটুকু হারিয়ে সর্বশান্ত হচ্ছে। ফলে তাদের পরিবারের সদস্যরা অর্ধাহারে, অনাহারে দিন যাপনে বাধ্য হচ্ছে। এছাড়াও এরফলে বহু ছাত্ৰ-ছাত্ৰী আর্থিক অভাবে পড়াশোনা ছাড়তে বাধ্য হতে হচ্ছে।
মহিলা সংগঠন এ আই এম এস এস, যুব সংগঠন এ আই ডি ওয়াই ও এবং ছাত্র সংগঠন এ আই ডি এস ও’র ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এতদঅঞ্চলে সুস্থ সামাজিক পরিবেশ রক্ষা করতে জেলা প্রশাসনের ও পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার আবেদন জানিয়ে ধোয়ারবন্দ থানার আধিকারিক মারফত জেলা উপায়ুক্তকে স্মারকপত্র প্রদান করা হয়৷ স্মারকপত্র প্রদান কালে সংগঠন গুলোর পক্ষে উপস্থিত ছিলেন পরিতোষ ভট্টাচার্য; গৌরচন্দ্র দাস, শম্পা দে, গৌরিশ দেব, মায়া বাকতি, মাখন কালিনদী, লিলি ঘাটোয়ার প্রমুখ৷ এই মিছিলে উপস্থিত দুইশতাধিক জনতার সামনে বক্তব্য রাখেন শম্পা দে, সুজিত আকোরা , গৌরচন্দ্র দাস, পরিতোষ ভট্টাচার্য এবং এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের জেলা কমিটির সদস্য দুলালী গাঙ্গুলী । প্রশাসন এই সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে সংগঠনগুলির পক্ষ থেকে হুশিয়ারী প্রদান করে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post