নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- ডিএ-র দাবীতে শুক্রবার আন্দোলনের জেরে বন্ধ ছিল কিছু স্কুল, থেমে ছিলো না পূর্ব বর্ধমান জেলার নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ও। এবার স্কুলে তালা ঝোলালেন গ্রামবাসীদের একাংশ। শনিবার ১১ই মার্চ পূর্ব বর্ধমানের মির্জাপুরের নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয় গ্রামবাসীদের একাংশের তরফে।
শনিবার সকালে স্কুলের শিক্ষক শিক্ষিকারা ও ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে দেখেন স্কুলের দু’টি গেটে দুটো নতুন তালা লাগানো রয়েছে। দীর্ঘক্ষণ তারা স্কুলের বাইরে অপেক্ষা করেন পরে অভিভাবকরা স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের বাড়ি নিয়ে যান। এমনকি মিড ডে মিল যারা রান্না করেন সেই সমস্ত রাধুনীরাও স্কুলে ঢুকতে পারেননি।
স্কুলের শিক্ষক সুব্রত সোম জানান এই তালা কে বা কারা লাগিয়েছে, আমরা জানি না। আমরা সকলে এসে স্কুলের তালা লাগানো অবস্থায় দেখতে পাই এবং আমরা স্কুলেও ঢুকতে পারি নি। গোটা বিষয়টি আমরা এসআই সহ স্থানীয় পঞ্চায়েত কে সমস্ত ঘটনা জানিয়েছি। যদিও গ্রামবাসীদের দাবি, শুক্রবার আন্দোলনের নামে স্কুল বন্ধ রাখা হয়েছিল। এমনকি মিড ডে মিল বন্ধ রাখা হয়েছিল। সেই কারণেই গ্রামবাসীরা এই তালা লাগিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা লোলিত মোহন ঘোষ ।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post