নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভাটপাড়ার ১৩ নম্বর ওয়ার্ডের পালঘাট রোডের ধারে অস্থায়ী ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধে জেরবার বাসিন্দারা। ভাটপাড়া শহর-২ তৃণমূলের সাধারণ সম্পাদক মন্নু সাউ বাসিন্দাদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন ১০ জানুয়ারি থেকে ওখানে ময়লা ফেলা যাবে না। সেই হুঁশিয়ারি মতো দলীয় কর্মীদের নিয়ে এদিন রুখে দাঁড়ালেন তৃণমূল নেতা সঞ্জয় সিং, মন্নু সাউ, রাজ কুমার যাদব, গৌতম সরকার, ভরত যাদব ও কাউন্সিলর সত্যেন রায়-সহ দলীয় কর্মীরা। ডাম্পিং গ্রাউন্ডে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
তৃণমূল নেতৃত্বের বাধায় পুরসভার আবর্জনা ভর্তি গাড়ি ঘুরিয়ে দেওয়া হল। উত্তেজনা থানায় ঘটনাস্থলে হাজির ছিলেন স্বয়ং ভাটপাড়া থানার আইসি অনুপম মন্ডল। তৃণমূল নেতা মন্নু সাউয়ের অভিযোগ, দূষণের জেরে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। তবুও হেলদোল নেই পুরসভার। মন্নুর অভিযোগ, বয়সের ভারে জীর্ণ চেয়ারপার্সনকে দিয়ে কখনই ভাটপাড়ার উন্নয়ন সম্ভব হয়। যদিও এপ্রসঙ্গে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, কারও অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করা উচিত নয়। সোমনাথ বাবুর দাবি, ওখান থেকে ৮০ শতাংশ ময়লা সরিয়ে ফেলা হয়েছে। বাকি ময়লাও শীঘ্রই অপসারণ করা হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post