নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- প্রতিবেশীকে নিয়ে চিকিৎসা করাতে এসে কামারহাটি সাগরদত্ত হাসপাতালে আক্রান্ত এক মহিলা। ওই মহিলাকে মারধোর করার অভিযোগ উঠেছে হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। মঙ্গলবার বেলার ঘটনা। এদিন বিকেলেই আক্রান্ত মহিলা কামারহাটি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে কামারহাটি থানার পুলিশ। জানা গিয়েছে, শ্যামনগর বটতলা এলাকার বাসিন্দা ৪৭ বছরের অঞ্জলি সিং প্রতিবেশী গৌতম পালকে নিয়ে এদিন বেলায় কামারহাটি সাগরদত্ত হাসপাতালে আসেন চিকিৎসা করাতে আসেন। সঙ্গে ছিলেন রোগীর স্ত্রী টুলু পালও। আক্রান্ত অঞ্জলি দেবী জানালেন, এমারজেন্সি বিভাগে তিনি গৌতম বাবুকে নিয়ে চিকিৎসা করাচ্ছিলেন। ওই বিভাগের সামনে দাঁড়িয়ে উঁকি দিয়ে দেখেছিলেন রোগীর স্ত্রী।
অভিযোগ, কর্তব্যরত নিরাপত্তারক্ষী রোগীর বাবুর স্ত্রী টুলু দেবীকে চলে যেতে বলেন। চলে না গেলে লাথি মেরে সরিয়ে দেওয়ার হুমকি দেন ওই নিরাপত্তারক্ষী। এতেই ক্ষেপে গিয়ে ঘটনার প্রতিবাদ করেন অঞ্জলি দেবী। দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা চলাকালীন ওই নিরাপত্তারক্ষী তার ডান হাত সজোরে মুচকে দিয়ে টেনে বাইরে বের করে দেন বলে অভিযোগ। অঞ্জলি দেবীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন রোগীর স্ত্রী টুলু দেবীও। প্রতিবাদীর আক্ষেপ, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও, নিরাপদ নন মহিলারা। একজন মহিলাকে পুরুষ নিরাপত্তারক্ষী মারলেন। আর অনেকেই দাঁড়িয়ে সেটা দেখলেন। তাকে রক্ষা করতে কেউ এগিয়ে এলেন না। ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করলেন আক্রান্ত অঞ্জলি দেবী।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post