নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– আবর্জনার স্তুপ থেকে কুড়িয়ে আনা কৌট বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে রহড়া থানার মধ্যপাড়ায়। মৃতের নাম শেখ সাহিল ( ১৭)। মৃতের বাবা শেখ আবুল জানান, ওঁর দাদু এদিন সকালে রহড়া থানার পিছনের মাঠের আবর্জনার মধ্য থেকে একটি টেপ মারা একটি স্টিলের কৌট কুড়িয়ে বাড়িতে আনে। ছেলে ঘুম থেকে উঠতেই ওঁর দাদু ওটা কি দেখতে বলে। ছেলে বাড়ির সামনের ল্যাম্পপোস্টে কৌটটিকে বারি মারতেই বিকট শব্দে তা ফেটে ওঠে।
রক্তাক্ত অবস্থায় সাহিলকে প্রথমে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। থানার পিছনে মাঠে আবর্জনার স্তূপে কারা, কি কারনে বোমাটি লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখছে রহড়া থানার পুলিশ।
Discussion about this post