আমজাদ আলী, মালদা: শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকান্ড, অগ্নি কাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত ওষুধের দোকান। বুধবার ক্ষতিগ্রস্ত ওষুধের দোকান পরিদর্শনে গেলেন স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি দল, ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পাশে থাকার পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাস দিল গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষ।
উল্লেখ্য, মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রয়েছে একটি ওষুধের দোকান। গত রবিবার বিকালে সেই ওষুধের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শর্ট-সার্কিট এর কারনেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান দোকান মালিকের। সেই বিকালে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে কি নিয়ন্ত্রণে আনলেও আগুনের লেলিহান শেখায় ওষুধের দোকানে মুজুত থাকা প্রায় লক্ষাধিক টাকার ওষুধ আগুনে পড়ে ভষ্মীভূত হয়ে যায়। গোটা ঘটনায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে দোকান মালিক মোজাহারুল ইসলাম। আজ দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই ক্ষতিগ্রস্ত ওষুধের দোকান পরিদর্শনে যান পঞ্চায়েত কতৃপক্ষ। পঞ্চায়েতের পক্ষ থেকে দোকান মালিকের পাশে দাঁড়ানো হয়, এবং এবং সরকারি সাহায্যের আশ্বাস প্রদান করা হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post