কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান :- দীর্ঘদিন ধরে সঠিকভাবে আলুর দাম পাচ্ছেন না কৃষকরা এই দাবি করে আসছেন বিরোধীরা। রাজ্য সরকার আলু চাষীদের পাশে না দাঁড়ানোর অভিযোগ তুলে বিরোধিতায় সরব বিরোধীরা। সেই মর্মে শনিবার ১১ই মার্চ বর্ধমান ২ নম্বর ব্লকের শক্তিগড় বাইপাসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভে শামিল হন সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা শাখার কর্মীরা। জেলার বিভিন্ন অংশ থেকে আলু চাষিরা সামিল হয়েছিলেন এই বিক্ষোভে। সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলার সম্পাদক সমর ঘোষ বলেন, “আলু চাষিরা সঠিকভাবে তাদের আলুর দাম পাচ্ছেন না যাতে আলুর দাম লাভজনকভাবে পায় সেই দাবি আমরা জানিয়েছি রাজ্য সরকারের কাছে।
আমাদের দাবি রাজ্য সরকার ৫০০ টাকা বস্তা অর্থাৎ এক হাজার টাকা কুইন্টাল প্রতি কিনতে হবে রাজ্য সরকারকে। আলু চাষ করে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন আলু চাষিরা। তাই আমরা এখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম। পূর্ব বর্ধমান জেলায় যেখানে যেখানে আলু চাষ হয় রায়না ১, রায়না ২, মেমারি,জামালপুর এবং বর্ধমান সদর দুই এর আলু চাষিরা এই বিক্ষোভে শামিল হয়। বর্ধমান দু’নম্বর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং অফিসাররা আমাদের সাথে কথা বলেছেন আগামী ১১ তারিখ এসডিও সাহেবের নেতৃত্বে আলোচনায় বসা হবে সেখানে আমাদের আন্দোলনকারীদের প্রতিনিধিরা থাকবেন। প্রশাসনিক আশ্বাসে আমরা এই অবরোধ তুলে নিচ্ছি”।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post