তনুময় দেবনাথ: ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আর্থিক সহযোগীতায় ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় দিনহাটা ২নং ব্লকের তপশিলী জাতির উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা।
ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আর্থিক সহযোগীতায় ও উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় দিনহাটা দুই নং ব্লকের দূর্গানগর গ্রামে তপশিলী জাতীর উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা। স্থানীয় সৃষ্টি প্রোডিউসার অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন প্রফেসর প্রদ্যুৎ কুমার পাল, প্রভাত কুমার পাল, বিধান রায়, সুরজিত খালকো, গোবিন্দ মুলা, হিমাদ্রি শেখর কোনার, সামীমা সুলতানা, শিক্ষক সৈকত সরকার সহ স্থানীয় পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্য। এলাকার প্রায় শতাধিক কৃষক ও উদ্যোগী যুবক যুবতী এই কর্মশালায় উপস্থিত হয়েছিলেন বলে জানা গেছে।
আরো পড়ুন Exclusive Interview: স্টার জলসার ‘খুকুমনি হোমডেলিভারি’র Nayanika Sarkar
পশ্চিমবঙ্গের মূলত তরাই ও ডুয়ার্স এলাকার পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নই এই প্রকল্পের মুল লক্ষ্য বলে বিশ্ববিদ্যালয় সুত্রে জানা গেছে। বিভিন্ন ফসলের বীজ উৎপাদন ও সংরক্ষন, মাশরুম চাষ ও মাশরুমের বিভিন্ন ব্যবহার, টিস্যু কালচার,খাদ্য প্রক্রিয়াকরন এর ভিন্ন ভিন্ন বিষয় সহ আরো একাধিক বিষয়ের উপর আগামীদিনে এই এলাকায় কাজ শুরু হবে। সমগ্র প্রকল্পটির সম্পাদন করতে দীর্ঘ সময় অতিবাহিত হবে। প্রযুক্তিগত ভাবে সহযোগীতা করবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়। দূর্গানগরের এই সভার মধ্য দিয়েই শুরু হলো প্রকল্পটির পথ চলা।
আরো পড়ুন দিল্লিতে দোস্তি বাংলায় কুস্তি করছেন মাননীয়া তোপ দাগলেন কংগ্রেস নেত্রী পূজা
Discussion about this post