নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভার সহযোগিতায় কৃষ্টি প্রেক্ষাগৃহে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান আয়োজিত হয়। শনিবার প্রথম দিনের অনুষ্ঠানে প্রবাদপ্রতিম শিল্পী শচীন দেব বর্মন শ্যামল মিত্র ও রাহুল দেব বর্মনের ছবিতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সংগীত পরিবেশন এর মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন গৌতম ঘোষ, সুরজিৎ চট্টোপাধ্যায়, সৈকত মিত্র, মাধুরী দে, শম্পা বিশ্বাস, চন্দ্রিকা ভট্টাচার্য, শ্রী পার্থ, অঙ্কন কুমার শী ও রাঘব চট্টোপাধ্যায়।
উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি বিভাগের চারুকলা কেন্দ্রের সচিব সৌমেন খামরুই, রাজ্য সংগীত একাডেমির সচিব মুনমুন হোড় সিনহা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ মহকুমা অধিকারিকবৃন্দ। রবিবার কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায় ও মান্নাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার্য, অমিত গাঙ্গুলী, জোজো, তৃষা পাড়ুই, গার্গী ঘোষ, অরিত্র দাশগুপ্ত ও ইন্দ্রনীল সেন। রবিবার অনুষ্ঠানে দর্শক আসন ছিল কানায় কানায় পূর্ণ। বাইরেও জায়েন্ট স্ক্রিনে অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post