পাঞ্চজন্য রায়, পাথারকান্দি (অসম) : ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জের পাথারকান্দিতে। শনিবার সন্ধ্যায় দুষ্কৃতীদের গুলিতে কালামপুরের মিনু খন্দকার (৩১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটে পাথারকান্দি লক্ষীপুর এলাকায়। দুষ্কৃতীরা গুলি চালালে তাঁর গলার বাঁদিকে গিয়ে লাগে। গুলির শব্দ শুনে স্থানীয় জনগণ এসে জড়ো হন। তবে এর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ এসে মিনুকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠায়। সেখানে অবস্থা সঙিন দেখে চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। গলার বাঁ দিকে গুলি লেগে পিঠের দিকে বের হয় বলে স্থানীয় জনগণ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এলাকায় চলছে জোর জল্পনা।
আরো পড়ুন আজ থেকে বারইগ্রাম আশ্রমে গুরুমা রাধারাণির তিরোধান তিথি উৎসব
আরো পড়ুন কর্ণেন্দু-কিরীটের আশীর্বাদ নিলেন হিমন্ত
Discussion about this post