নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- গত ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিন দুপুর থেকে নিখোঁজ শ্যামনগর বাসুদেবপুর থানার কাউগাছি-২ পঞ্চায়েতের অম্বিকাপল্লীর কালিতলার বাসিন্দা মুক-বধির যুবতী রাখি দাস। পরিবারের অভিযোগ, মুক-বধির রাখিকে ফুঁসলিয়ে তুলে নিয়ে গিয়েছে ওর ভগ্নিপতি রবিন সামন্ত ও তার বন্ধু জগন্নাথ মালো ওরফে ছোটু।
যদিও দুজনের মোবাইল ফোন সুইচ অফ। নিখোঁজের দিন সন্ধেতেই বাসুদেবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। যুবতীর বাবা সুরজিৎ দাসের অভিযোগ, পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। দুজনের মোবাইলের টাওয়ার লোকেট করার চেস্টা করা হচ্ছে না। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সুরজিৎ দাস ও রিনা দাস। যদিও পুলিশের দাবি, নিখোঁজ যুবতীর খোঁজ চলছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post