সংবাদদাতা বসিরহাট: পুরাতন রীতি মেনেই ২৬ বিয়ারা কাঁদে চড়ে জমিদার পুবের বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনের প্রচলন ধরে ধরে রেখেছে জমিদার বাড়ির সদস্যরা। চার দিনের মধ্যে কাটিয়ে সপরিবারে কৈলাসে ফিরে যাওয়ার দিন মা দুর্গার। আজ যে মাকে বিদায় দিতে হবে একদিকে চলছে সিঁদুর খেলা। বেলা যেত বাড়ছে টাকির আশপাশ গ্রাম থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছে জমিদার পুবের বাড়ি তে। সিঁদুর খেলায় মেতে উঠেছে জমিদার বাড়ির সকল সদস্য ও গ্রামবাসীরা। ঠিক রীতি মেনেই সকাল দশটায় ছাব্বিশ বেয়ারার কাঁধে চড়ে মা দুর্গা রমনা দিলেন রাজবাড়ি ঘাটে। রাস্তায় অসংখ্য মানুষ দেখার জন্য সেলফি তোলার জন্য তখন ব্যস্ত।
অন্যদিকে রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ির পুজো সিঁদুর খেলায় মেতে উঠেছে গোটা গ্রাম। এরপর ইছামতি নদীতে পুরুষ ও মহিলারা প্রতিমা বিসর্জনের কাজ সারেন বিকালে।এই বিষয়ে স্থানীয় বাসিন্দার সোমা মন্ডল জানান সেই জমিদারি আমাল থেকে রীতি মেনেই ২৬ বিয়ারআর কাঁধে চড়ে জমিদার দালান বাড়ি থেকেই রমনা দেন বিসর্জনের জন্য মা দুর্গা। আজও সেই পুরাতন রীতি ধরে রাখার চেষ্টা করছে এখনকার জমিদার বাড়ির সদস্যরা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post