দেবা দাস : পিছিয়ে গেল চার পুরসভার ভোট। আগামী ২২ জানুয়ারি চার পুরসভার ভোট ছিল বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোলে। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতির কথা ভেবেই ভোট পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য নির্বাচনের ঘোষণা অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট হবে এই চার পুরসভায়।
ভোটের দিন পিছিয়ে ঘোষণা করা হলেও গণনার দিন নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্বাচন কমিশনের তরফে ঘোষণা করা হয়নি।কমিশন জানিয়েছেন, আদালতকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে রাজ্য নির্বাচন কমিশনকে ভোট পিছিয়ে দিয়ে সায় দেয় রাজ্য সরকার। চিঠিতে বলা হয়, করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার প্রস্তুত। তবে ভোট পিছিয়ে দিলে আপত্তি নেই। আর এরপরেই কার্যত কমিশনের ততরফে ভোট পিছানোর বিজ্ঞপ্তি জারি করা হয়।
অন্যদিকে কমিশন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, করোনা অবস্থায় প্রচার নিয়ে যে বিধি নিষেধ জারি ছিল তা বজায় থাকবে। আগের নিয়ম অনুযায়ীই ৭২ ঘণ্টা আগে প্রচার বন্ধ করতে হবে বলেও কমিশনের সচিব জানিয়েছেন। দেরিতে হলেও রাজ্য নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তে খুশি বিরোধী শিবির।
আরো পড়ুন সাহিত্য সাধনায় পানের দোকানে বসে বেহালার পিন্টু পোহান লিখে ফেলেছেন প্রায় একডজন উপন্যাস
আরো পড়ুন Municipal Election 2022: হাইকোর্টের পরামর্শকেই মান্যতা? ২২ জানুয়ারি সম্ভবত হচ্ছে না পুরভোট: সূত্র
Discussion about this post