নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- গৃহবধূকে এসিড হামলার অভিযোগে ধৃত তিন। রবিবার সকাল দশটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শ্যামনগর নিরঞ্জন সেন পল্লীতে। আহত বধূ টুম্পা সরকার। বয়স ২২ বছর।
আরো পড়ুন পেট্রোল ডিজেলের বিপুল মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ বাস মালিক সংগঠনের
অভিযোগ, এদিন সকালে বাড়ির কুয়োতলায় বাসন মাজছিলেন গৃহবধূ টুম্পা। তখন ছাদের ওপর থেকে প্রতিবেশী যুবক বিপ্লব দত্ত ওরফে মাংকা এসিড ছুড়ে মারে। ঘটনায় জখম গৃহবধূকে তৎক্ষনাৎ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তপক্ষ। আহতের স্বামী রাজু সরকার জগদ্দল থানায় তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
আরো পড়ুন স্ত্রী পুত্রকে খুন করে আত্মঘাতী যুবক
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিপ্লব দত্ত, তার ভাই বিদুৎ দত্ত ও মা অনিমা দত্তকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি পড়শিদের। অভিযোগ উঠেছে, বিপ্লবের দাপটে অতিষ্ট পাড়ার মহিলারা। যদিও অভিযুক্ত যুবকের আত্মীয়-পরিজনদের দাবি, বিপ্লবের মাথা একটু খারাপ।
Discussion about this post