নিউজ ডেস্ক: মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এই মুহুর্তে বাংলার অন্যতম অভিনেত্রীই নন সাথে তিনি বর্তমান রাজ্য সরকারের একজন সাংসদ। প্রাথমিক জীবনে পড়াশোনা শেষ করার পর মডেলিং জগতে পা রেখেছিলেন আর তার পরেই অভিনয় জগতে প্রবেশ। তবে চিরকালই তিনি একটু ডাকাবুকো স্বভাবের। বাংলার সাধারন নায়িকাদের থেকে একটু অন্যরকম। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি রক্তবীজের সাফল্যের পরেই তিনি ছুটি কাটাতে গিয়ে দুবাইতে রিয়েল লাইফে স্কাই ডাইভিং (Skydiving) করলেন।
অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অনেক আগে থেকেই এই ইচ্ছা টা মনের মধ্যে চেপে রেখেছিলেন। বহু প্রতিক্ষীত এই ইচ্ছা সফল করতে এর আগেও তিনি লসএঞ্জেলেস ও দুবাইয়ে আবেদন করেছিলেন কিন্তু স্লট বুক থাকায় সফল হতে পারেননি। এবার স্লট বুকিং এর প্রথমেই আবেদন করায় তিনি সুযোগ পান এবং স্কাই ডাইভিংয়ে (Skydiving) অংশ গ্রহন করেন।
স্বাভাবিক ভাবেই প্লেন থেকে মাটিতে ঝাঁপ দেওয়াটা সাধারণ মানুষের পক্ষে একটা কল্পনাতীত ব্যাপার সেখানে এই ধরনের অ্যাডভেঞ্চার টুর পৃথিবীর খুব কম সংখ্যক মানুষই করে থাকেন তার মধ্যে নাম উঠলো বাংলার এই সাংসদ তথা নায়িকার।
তিনি একটি সংবাদ মাধ্যম কে জানিয়েছেন, বাড়িতে বাবা মা একটু নার্ভাস হলেও তিনি বেশ ভালোই উপভোগ করেছেন এবং যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের কেও এই স্কাই ডাইভিংয়ের (Skydiving) মজা নিতে বলেছেন যা শিরায় শিরায় রোমাঞ্চকর এক অনুভূতি দেয়।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post