নিজস্ব প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরেদের সর্দারিনি বলে কটাক্ষ করলেন সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বেকারি, নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে মঙ্গলবার ধর্মতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করেছিল প্রদেশ কংগ্রেস। উক্ত সভায় হাজির হয়ে অধীর চৌধুরী বললেন, মনীষী, বিপ্লবী, কবি, সাহিত্যিকদের বাংলা এখন চোরেদের বাংলায় রূপান্তরিত হয়েছে।
আর চোরেদের সর্দারিনি হলেন মমতা ব্যানার্জি। চোরেদের সর্দারিনি বাংলাকে চোরেদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। বাংলার মানুষ ওনাকে কোনওদিন ক্ষমা করবে না। অধীরের সংযোজন, আগে পার্লামেন্টে ভিন রাজ্যের সাংসদরা বলতেন, বাংলার প্রতিনিধিদের কোনও কলঙ্কের অভিযোগ নেই। কিন্তু এখন ভিন রাজ্যের সাংসদরা বলছেন, বাংলায় এত চুরি। বান্ডিল বান্ডিল নোট মিলছে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।