কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মোগলমারি গ্রামের সেহারাবাজার হয়ে ডিভিসি তে গিয়ে মিশেছে একটি ড্রেন। সেই ড্রেনের সংস্কার কাজের তদারকি করতে এলেন প্রশাসনিক আধিকারিকরা। ড্রেনের জল যাতে সঠিকভাবে নিকাশ হয় তারই আশ্বাস দিলেন তাঁরা । ড্রেনটি সংস্কারের ফলে উপকৃত হবেন মোগলমারি , সেহারা অঞ্চল সহ খণ্ডঘোষ ব্লকের কৃষকরা। বিশ্ববাংলা থেকে অনুমোদিত অর্থে ডিভিসি এবং পিডব্লিউডির উদ্যোগে রাজ্যের বেশকিছু ড্রেন সংস্কারের কাজ চলছে। তার আওতায় এই ড্রেনটি সংস্কার হওয়ায় খুশি এলাকাবাসী।
আরো পড়ুন Nusrat Jahan: আই লাভ টাকি সেলফি জন উদ্বোধন করলেন বসিরহাটের সংসদ নুসরাত জাহান
ইতিপূর্বে জমিতে জল জমে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হতো কৃষকদের। এবার প্রশাসনের কাছে তাঁদের দাবি বর্তমানে যে ড্রেনটি সংস্কার করা হচ্ছে সেই ড্রেন যাতে আগামী দিনে কংক্রিটের ড্রেন তৈরি করা হয়। তাহলে একেবারে চিন্তা মুক্ত হবেন কৃষকরা। এদিন ড্রিম সংস্কারের তদারকি করতে উপস্থিত ছিলেন সেহারা অঞ্চলের উপপ্রধান সনত দে, কৈয়ড় অঞ্চলের উপপ্রধান শাহাজান মন্ডল, থেকে শুরু করে এলাকাবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুধু কৃষক নয় সকল সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন কৈয়ড় অঞ্চলের উপপ্রধান শাহজাহান মন্ডল।
Discussion about this post