নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরে এক দূঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে ২৭ তারিখ রাতে। থানার সন্নিকটস্থ জামালপুর বাস স্ট্যান্ডের কাছে পেশায় বনবিবিতলা হাইস্কুলের শিক্ষক বিপদতারণ মন্ডল এর বাড়িতে রাতে ঘরের দরজা ভেঙে এক দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটে।
আরো পড়ুন বাবলু সিনে মিডিয়ার কর্ণধার জাইদ আলমের উদ্যোগে ইফতারে এলেন সুপারস্টার জিৎ
বিপদতারণ বাবু এবং তার পরিবারের লোকজন দুপুর 12 টা থেকে ভাগ্নার জন্মদিন উপলক্ষে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটায় বলে অনুমান করা হয়। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে বিপদতারন বাবু দেখেন ঘরের দরজা ভাঙ্গা এবং বিছানায় সমস্ত আলমারির জিনিসপত্র কাপড়চোপড় ছড়ানো-ছিটানো এবং সোনার কিছু অলংকারসহ আরও নানা জিনিস চুরি করে নিয়ে চলে যাওয়া হয়।
আরো পড়ুন তীব্র গরমে পথ চলতি মানুষদের পাশে থাকতে এগিয়ে এলেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস
যেভাবে এই চুরির ঘটনা ঘটেছে বিপদতারণ বাবু জানান যে তার এই না থাকা এই সময়ে সুযোগটা নেওয়া নিশ্চিত কোন স্থানীয় কোন লোকই তাকে সকাল থেকে অনুসরণ করে এই ঘটনা ঘটিয়েছে। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে জামালপুর থানার পুলিশ। জামালপুরের বুকে দিনে দুপুরে চুরি জনমানষে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
Discussion about this post