নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ঘুমের ওষুধ জাতীয় কিছু স্প্রে করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ঘোলা থানার সোদপুর নাটাগড় সুভাষ রোডের একটি বাড়িতে। রবিবার রাতে কাজে চলে যান গৃহকর্তা রামনাথ সিং। সোমবার সকালে রামনাথ বাবুর ত মেয়ে পুস্পা সিং দেখেন আলমারি লন্ডভন্ড। আলমারির লকারে গচ্ছিত রাখা থেকে টাকা-পয়সা ও সমস্ত সোনার গহনা উধাও।
আরো পড়ুন মানসিক অবসাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্কুল ছাত্রী
পুস্পার দাবি, নগদ ৯০ হাজার টাকা এবং ১৫-১৬ ভরি সোনার গহনা খোয়া গিয়েছে। সমস্ত দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও চোরেরা কিভাবে ঘরে ঢুকলো, তা বুঝে উঠতে পারছেন না সিং পরিবারের সদস্যরা। পুস্পার অনুমান, ছাদের দরজা খুলে ওরা ঘরে ঢুকেছে অথবা সন্ধেতেই পিছনের দিকের দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে ওরা লুকিয়েছিল। রাতে সকলে ঘুমিয়ে পড়লে কিছু স্প্রে সকলকে বেহুঁশ করে দেয়। তারপর আলমারি ঘেঁটে সমস্ত কিছু লুঠ করে। সিং বাড়িতে দুঃসাহসিক এই চুরির ঘটনায় আতঙ্কিত পড়শিরা। চুরির ঘটনার তদন্তে ঘোলা থানার পুলিশ।
Discussion about this post