নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গিয়ে নিখোঁজ এক কলেজ ছাত্র। ভাটপাড়া থানার বলরাম সরকার ঘাটের ঘটনা। ভাটপাড়া থানার কমলা স্টোর মোড়ের বাসিন্দা ২৩ বছরের নির্মাল্য মুখোপাধ্যায় সোমবার বেলায় বাল্য বন্ধু স্বর্ণাভ দাসের সঙ্গে গঙ্গায় স্নান করতে আসে।
আরো পড়ুন SRL WoW ২০২২ ক্যালেন্ডারের অন্যতম দুই অভিনেত্রীর সাক্ষাৎকার
স্বর্ণাভ সাঁতার না জানায় গঙ্গার ঘাটে দাঁড়িয়েছিল। নির্মাল্য স্নান করতে নেমে ভেসে কিছুটা এগিয়ে যেতেই ডুবে যায়। বোটে চেপে নিখোঁজ ছাত্রের খোঁজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা টিম। তবে এখনও নিখোঁজ ছাত্রের সন্ধান মেলেনি। নিখোঁজ ছাত্রের বাবা নির্মল কুমার মুখোপাধ্যায় বলেন, সোমবার বেলা ১২-৩৫ নাগাদ ওঁর বন্ধু স্বর্ণাভের বাইকে চেপে গঙ্গায় স্নান করতে গিয়েছিল। ওঁর বন্ধু ১-০৫ নাগাদ বাড়িতে খবর দেয় ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরো পড়ুন খুনের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন ,জ্বলছে ট্রাক্টর ও বাইক
Discussion about this post