নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- করোনা মহামারীর কথা মাথায় রেখে বিলকান্দা-২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্হানীয় শিব মন্দির কমিটির দ্বিতল ভবনে চালু হল ২০ শয্যার সেফ হোম, অক্সিজেন পার্লার ও অ্যাম্বুলেন্স পরিষেবার। চাঁদপুর লেনিনগড় শিব মন্দির কমিটির দ্বিতলে সেফ হোমের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও দমদমের সাংসদ সৌগত রায় ।
আরো পড়ুন ভাটপাড়া পুরসভার উদ্যোগে শুক্রবার শুভ সূচনা হল ‘ মা ক্যান্টিনে’র
উপস্থিত ছিলেন খড়দহ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুরালি পুরকাইত, বিলকান্দা-১ ও ২ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান যথাক্রমে চিত্তরঞ্জন মন্ডল ও দীপা পাইক, বিলকান্দা-১ পঞ্চায়েতের উপ-প্রধান মলিনা রানী মল্লিক, নববারাকপুর থানার ওসি বিজয় কুমার ঘোষ, তৃণমূল শ্রমিক নেতা সুভাষ চক্রবর্তী-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই সেফ হোমের অন্যতম উদ্যোক্তা বিলকান্দা -২ আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল দাস। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মানুষ শুধু বক্তৃতা শুনতে ভালোবাসে না। মানুষ ভালো কাজ দেখতে চায়। স্বয়ং সম্পূর্ণ ২০ বেডের সেফ হোম পুনরায় চালু হওয়ায় এখানকার গরীব মানুষের ভীষন উপকৃত হবেন।
আরো পড়ুন ‘প্রতিবাদে বঙ্গ যোদ্ধা’ প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাতিলে
Discussion about this post