নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারে মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্য়োপাধ্য়ায়কে (Alapan Bandyopadhyay) কে স্পিড পোস্টে পাঠানো চিঠিতে প্রাণনাশের হুমকি। চিঠিটি পাঠানো হয়েছে তাঁর স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্য়ায়ের (Sonali Chakravarti Banerjee) নামে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে লেখা রয়েছে, “আপনার স্বামীকে খুন করা হবে। কেউ আপনার স্বামীর জীবন বাঁচাতে পারবে না।” চিঠিতে স্বাক্ষর রয়েছে গৌরহরি মিশ্র নামে এক ব্যক্তির। কেয়ার অফ মহুয়া ঘোষ। যিনি রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগে কর্মরত।
আরও পড়ুন: বঙ্গোপসাগরের উপর পাক খাচ্ছে ঘূর্ণিঝড়, ৩১ অক্টোবর অবধি ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক রাজ্যে
আরও পড়ুন: Murshidabad: বোমা-কার্তুজ-অস্ত্র উদ্ধার নবগ্রামে! পুলিশের হাত ফস্কে পালাল ২
এই ঘটনায় স্বভাবতই নড়েচড়ে বসেছে পুলিস প্রশাসন। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিসের সঙ্গে যোগাযোগ করেন আলাপন বন্দ্য়োপাধ্যায় (Alapan Bandyopadhyay) ও তাঁর পরিবার। চিঠির কপি পুলিসের হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্য়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। চিঠির প্রেরকের যে নাম রয়েছে, তা ভুঁয়ো বলেই অনুমান। ফলে চিঠির আসল প্রেরকের খোঁজ শুরু হয়েছে।
Discussion about this post