সুরশ্রী রায় চৌধুরী: অবশেষে কেবল কারে আটকে থাকা সমস্ত পর্যটককেই উদ্ধার করল সেনা ও অন্য উদ্ধারকারী দল। আজ সকালে দেওঘরে রোপওয়ে দুর্ঘটনাগ্রস্ত পর্যটকদের অধিকাংশকেই উদ্ধার করা গেলেও তিনটি কেবল কারে ৬ জন আটকে রয়েছেন। ওই পর্যটকরা অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গিয়েছিল। এদিকে ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন । দুটি কেবল কারে ধাক্কা লাগার পর কেটে গিয়েছিল ৪০ ঘণ্টা। মাটি থেকে প্রায় ৮০০ মিটার ওপরে ঝুলে থাকায় উদ্ধারকাজ করা কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ভারতীয় বায়ুসেনার সহায়তায় চেষ্টা করে চলেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাহায্য করছে ইন্দো-টিবেটান সীমান্ত পুলিশও। দুর্গত পর্যটকদের জল ও খাবার দেওয়া হয়েছে।
देवघर त्रिकुट रोपवे हादसे में फँसे हुए लोगों को सुरक्षित निकालने के लिए प्रशासन, सेना और NDRF की टीम पूरी मुस्तैदी के साथ काम कर रही है।
मैं स्थिति पर लगातार नजर रख रहा हूँ। शीघ्र ही सभी सकुशल निकाल लिए जायेंगे।
— Hemant Soren (@HemantSorenJMM) April 11, 2022
আরো পড়ুন রামভক্ত সনাতনীরা বাংলায় সুরক্ষিত নন অভিযোগ শুভেন্দু অধিকারীর
টেকনিক্যাল ত্রুটির কারণেই বিপত্তি বলে মনে করছেন সরকারি আধিকারিকরা। এক বেসরকারি সংস্থা এই রোপওয় চালানোর দায়িত্বে। দুর্ঘটনা ঘটতেই পালিয়েছে রোপওয়ের ম্যানেজার এবং কর্মীরা। দেওঘরের ডেপুটি কমিশনার মঞ্জুনাথ ভজন্ত্রি জানিয়েছিলেন, দ্রুত ঘটনাস্থলে চলে যায় এনডিআরএফ। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশও উদ্ধারকাজে সাহায্য করছে বলে খবর। তিনি বলছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। ঘটনার প্রতক্ষ্যদর্শীরা জানিয়ছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই দুটি কেবিনের মধ্যে ধাক্কা লাগে। যদিও রোপওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, রোপওয়ে দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। আহতদের মধ্যে এক দম্পতির অবস্থা গুরুতর, কারণ দুর্ঘটনার পর তাঁরা ওই কেবিন থেকে ঝাঁপ দিয়েছিলেন।
প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, ২ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। বাকি আহত ৮ জনকে দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে উদ্ধারকাজের জন্য সেনবাহিনীকে ডাকা হয়েছে। কাজ করছে আইটিবিপি ও এনডিআরএফ-এর দলকে ডাকা হয়েছে। এ ছাড়া বায়ুসেনার হেলিকপ্টারও সোমবার সকাল ৫টা থেকে উদ্ধারকাজে হাত দিয়েছে।
#IAF has recommenced rescue operations at Deoghar ropeway early morning today.
Efforts are on to rescue each and every stranded person at the earliest.#HarKaamDeshKeNaam pic.twitter.com/06PTraKHBC
— Indian Air Force (@IAF_MCC) April 12, 2022
আরো পড়ুন উপনির্বাচনে উত্তপ্ত আসানসোল ভাঙচুর অগ্নিমিত্রার গাড়ি
তবে বায়ুসেনা উদ্ধারকাজে হাত লাগানোর পরেও কী করে তিন জনের মৃত্যু হল, এত সময়ই বা লাগছে কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রথমে দু’জনের মৃত্যু হয়েছিল। উদ্ধারকাজ চলাকালীন হেলিকপ্টারে উঠতে গিয়ে দড়ি ফসকে পড়ে গিয়ে মৃত্যু হয় আরও একজনের। এই ঘটনায় ভিডিও প্রকাশ হতেই শিউরে উঠেছেন সবাই। গতকাল সন্ধের পরে আলোর অভাবে বন্ধ হয়ে যায় উদ্ধারকাজ। আজ দিনের আলো ফুটতেই শুরু হয়েছে তা। এই ঘটনায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেছেন, ‘দেওঘর ত্রিকূট রোপওয়ে দুর্ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে প্রশাসন, সেনা এবং এনডিএফ-এর টিম তৈরি হয়ে কাজ করছে। অবশেষে সবাইকে উদ্ধার করা হবে।’
Discussion about this post