নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- দুই বিজেপি কর্মীর উপর দুষ্কৃতী হামলা অভিযোগ উঠল জগদ্দলে। অভিযোগের তির তৃনমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, রবিবার সকালে জগদ্দলের পাঁচ গলির বাসিন্দা সিকেন্দাররের নেতৃত্বে বিজেপি কর্মী দুই ভাই বিনোদ চৌধুরী এবং সুবোধ চৌধুরীকে মারধোর করা হয়েছে।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
আক্রান্তরা জগদ্দল থানা সন্নিহিত তিন নম্বর গলির বাসিন্দা। ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ। সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, থানার পিছনে গন্ডগোল হচ্ছে। পুলিশের উপস্থিতিতে মাথা ফেটেছে। পাল্টা কাউন্টার করলে তখন বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হবে। হামলার ঘটনায় পুলিশ পদক্ষেপ নেয়নি। তবে ভাটপাড়া-১ তৃণমূল সভাপতি দেবজ্যোতি ঘোষের দাবি, ওই ঘটনায় রাজনীতির কোনও সম্পর্ক নেই। পারিবারিক ঘটনা।
আরো পড়ুন Yezdi Adventure: নতুন Yezdi Adventure এর সেরা ৫টি হাইলাইট
Discussion about this post