তনুময় দেবনাথ: কিশামত দশগ্রামে বিজেপির ২৬নং মণ্ডলের সভায় বোমাবাজির অভিযোগ। ভেস্তে যায় বিজেপির ২৬নং মণ্ডলের কর্মীসভা। আজ কিশামত দশগ্রামের দাস টারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে বিজেপির ২৬ নং মণ্ডলের কর্মীসভা হওয়ার কথা ছিল। আর এই কর্মী সভা ঘিরে বিজেপি ও তৃনমূলের মধ্যে তৈরী হয় উত্তপ্ত পরিস্থিতি।
আরো পড়ুন Debasish Sengupta Road Accident: দেবাশিষ সেনগুপ্তের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির জন্য কলকাতা বাইক ক্লাব থেকে একটি রাইডের মাধ্যমে বার্তা প্রদান
সংঘর্ষ বাধে বিজেপি ও তৃনমূলের মধ্যে। অভিযোগ ওঠে হঠাৎ করে বোমাবাজির। সাথে ভাংচুর করা হয় কর্মীসভায় থাকা চেয়ার, টেবিল। ২৬নং মণ্ডল সভাপতির বাইক ভাংচুর করা হয় বলে অভিযোগ তৃনমূলের বিরুধে।
ঘটনায় এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটানাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ।পরবর্তি সময়ে বিজেপির পক্ষ থেকে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে গোটা ঘটনা তৃনমূলের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। গোটা এলাকা থম্থমে পরিস্থিতি হয়ে রয়েছে।
Discussion about this post