দীপ দেব: অলফাইন ই-রিক্সা নাম নকল করে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীরা গ্ৰাহকদের প্রতারনা করছেন বলে অভিযোগ করেন জেসলিন মোটার ও অলফাইন ই-রিক্সার কোম্পানির কর্মকর্তারা। অন্য কয়েকটি ই-রিক্সার কোম্পানি অলফাইন ই-রিক্সার নাম নকল করে বিক্রি করার অভিযোগ করলেন আজ শিলচর মেহেরপুর স্থিত জেসলিন মোটার ও অলফাইন ই-রিক্সার কোম্পানির কর্মকর্তারা।তারা সংবাদ মাধ্যমের সাহায্যে এই অঞ্চলের ই-রিক্সা চালক সহ মালিকদের রক্ষার উদ্দেশ্যে বলেন,বিগত কয়েকমাস থেকে অলফাইনের মতো ই-রিক্সাতে লেভেল লাগিয়ে কিছু সংখ্যক অসাধু ই-রিক্সা ব্যবসায়ী গ্ৰাহকদের অলফাইন কোম্পানি বলে বিক্রি করছেন এবং সেই ই-রিক্সা গুলো যখন মাসিক মেরামতের জন্য তাদের মেহেরপুর স্থিত জেসলিন মটরর্সে নিয়ে আসেন গ্ৰাহক ও চালকেরা তখন দেখা যায় যে, সম্পূর্ণ উল্টো ই-রিক্সা গুলো মূলত অলফাইন ই-রিক্সা কোম্পানির বানানো নয়, এভাবে গ্ৰাহক ও চালকদের ঠকানো হচ্ছে। অলফাইন ব্র্যান্ডের অল ফাইন নামের শুধু একটি ইরিক্সা রয়েছে আর কোন নামের ইরিক্সা নেই তাই আগামী দিনে যদি কোনব্যক্তি যদি অলফাইন ই-রিক্সার নাম করে বিক্রি করার চেষ্টা করে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ অবৈধ এবং এই নখল রিক্সা গুলো কিনে কেউ প্রতারিত হন সেই বিষয়ে শিলচর মেহেরপুর স্থিত জাসলিন মোটারর্স ও অলফাইন ই-রিক্সা কোম্পানির কর্তৃপক্ষের কেউ দায়ী থাকবেন না।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post