নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- প্রতি বছর গরমে জলের সমস্যা দেখা দেয় ভাটপাড়া পুর অঞ্চলে। এবারে সেই সমস্যা যাতে না হয়, সেদিকে নজর রেখেই তৎপর হলেন ভাটপাড়া পুরসভার সদ্য দ্বায়িত্ব নেওয়া জল বিভাগের সিআইসি অমিত গুপ্তা। মাত্র দুদিন আগে তিনি জল বিভাগের সিআইসি হয়েছেন।
আরো পড়ুন বাংলায় নিজের মেয়ের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দিনহাটা পাঁচ মাথার মোড়ে
বুধবার বেলায় তিনি পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে জগদ্দল স্টেশন সংলগ্ন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আসেন। তিনি জলের প্ল্যান্ট ও পাইপ লাইন খতিয়ে দেখেন। এদিন তিনি বলেন, জল অপচয় রুখতে ব্যবস্থ্যা নেওয়া হবে। তাছাড়া জলের সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। জল সংরক্ষণ করা গেলে গরমে জল সমস্যা থেকে মুক্তি মিলবে।
Discussion about this post