কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান:
হিন্দুদের আজ রথের মেলা
মুসলিমদের কাল ঈদের পরব ।
ধর্ম হোক ভাই মানবতা
“মানুষ আমরা ” এটাই গরব ॥
রবীন্দ্রনাথ নজরুলে কী
ধর্ম দিয়ে ভাগটা করো ,
পুরোহিত আর ইমামকথায়
তবে কেন নেচে মরো ?
রহিম চাচার রক্তে বাঁচে
মহিম খুড়োর ছোট্ট নাতি ।
কেন তবে দাও যে বাধা
নূর হলে তার খেলার সাথী ?
হিন্দু -মুসলিম -জৈন -খ্রিষ্টান
মানুষগড়া বিভেদ পাঁচিল ।
একটানে আয় দিই ছিঁড়ে সব
সংকীর্ণতার সব সে আঁচিল ॥
কবির কবিতার সারমর্ম আজকে আবারও প্রমাণিত।
পূর্ব বর্ধমান জেলার,খণ্ডঘোষ ব্লকের, কৈয়ড় অঞ্চলের শঙ্করপুরে শঙ্করনাথের গাজনে উপস্থিত হলেন জেলা পরিষদের সদস্য তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। জামালপুর বিধানসভার বিধায়ক অলোক কুমার মাঝি শিবের গাজনে সন্ন্যাসী হয়েছেন। বিধায়কের বার্তা পাওয়া মাত্রই শংকরপুরের শংকর নাথ এর গাজনে অংশগ্রহণ করলেন মোহাম্মদ অপার্থিব ইসলাম। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাসের রোজার উপবাস চলছে।
আরো পড়ুন বাংলায় নিজের মেয়ের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দিনহাটা পাঁচ মাথার মোড়ে
ঠিক একই সময়ে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের গাজন বা চড়ক উৎসব। তারই মাঝে মসজিদে নামাজ শেষ করে সঙ্গে সঙ্গে গাজন উৎসবে অংশগ্রহণ করেছেন অপার্থিব ইসলাম। সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা হিসেবে ফলমূল এনেছেন গাজনের সন্ন্যাসী দের জন্য। তবে এই প্রথমবার নয় ইতিপূর্বে বেশ কয়েকবার গাজনের সন্ন্যাসী হয়েছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি। শংকরপুরের শংকর নাথ এর গাজন উৎসবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করেন বলে জানান অলোক কুমার মাঝি । ভারতবর্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা যায় এদিন তারই বার্তা দিলেন জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, অপরদিকে মোহাম্মদ অপার্থিব ইসলাম। মোহাম্মদ অপার্থিব ইসলামের সাথে সাথে উপস্থিত হয়েছিলেন, জেলা পরিষদের অন্যতম সদস্য বিশ্বনাথ রায়, ব্লক যুব সভাপতি শুভেন্দু কুমার পাল।
Discussion about this post