সুরশ্রী রায় চৌধুরী: অঙ্কুশ হাজরা (Ankush Hazra) অভিনয় করতে চলেছেন ওয়েব সিরিজে। নির্ঝর মিত্রর পরিচালনায় “শিকারপুর” ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন অঙ্কুশ (Ankush Hazra)। সেই ওয়েব সিরিজে অঙ্কুশের (Ankush Hazra) বিপরীতে দেখা যাবে সন্দীপ্তা (Sandipta Sen)-কে।
প্রথমবার অঙ্কুশ (Ankush Hazra)-সন্দীপ্তা (Sandipta Sen) জুটি বেঁধে একসাথে কাজ করতে চলেছেন। জি ফাইভে মুক্তি পাবে ওয়েবসিরিজ ‘শিকারপুর’ (Shikarpur)।
রহস্য, রোমাঞ্চ ও টানটান উত্তেজনায় ভরপুর থাকবে এই সিরিজ। দুই মুখ্য চরিত্র কেষ্ট ও চুমকি। তাঁরা একে অপরকে ভালোবাসেন। এই দুই চরিত্রে দেখা যাবে অঙ্কুশ (Ankush Hazra) ও সন্দীপ্তাকে (Sandipta Sen)। সন্দীপ্তার বাবার চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। অঙ্কুশের কথায়, “বেশ অনেকগুলো চিত্রনাট্য এসেছিল তার আগে কিন্তু কিছুতেই মনের মতো পাচ্ছিলাম না। তার পর নির্ঝর এই গল্পটা শোনায়। আর না বলিনি। এমন একটা কেষ্টরই তো খোঁজ ছিল আমার।”
যদিও এ ক্ষেত্রে সন্দীপ্তা অঙ্কুশের অগ্রজ। নায়িকার কথায়, “না কেন বলব। নির্ঝরের এত পরিষ্কার মাথা। নতুন, কিন্তু কাজ করে আমি খুবই খুশি।” অঙ্কুশ-সন্দীপ্তার (Sandipta Sen) মিষ্টি প্রেমের গল্প দেখার জন্য অপেক্ষায় দর্শক।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post