নিউজ ডেস্ক : চারিদিকে একটিই গুঞ্জন ‘অঙ্কুশ ও ঐন্দ্রিলা’। কারণ দশকেরও বেশি একসঙ্গে রয়েছেন তারা। তারই মাঝে হঠাৎ করে অঙ্কুশের (Ankuah Hazra) একটি পোস্ট সকলকে দোটানায় ফেলে দেয়। প্রথমে নিজের টাইমলাইনে প্রেমিকা ঐন্দ্রিলার (Oindrila Sen) সঙ্গে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ। তবে তারই মাঝে হঠাৎ করেই দেখা যায় অঙ্কুশ একটি পোস্টের মাধ্যমে জানান, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানা নেই”।
এরপর শুরু হয় নানান গুঞ্জন। কারণ অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটিকে একসঙ্গে দেখার ইচ্ছে সকলের। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই চিন্তায় পড়ে যান এই পোস্টের পর। তবে সবই কি ছিল ভনিতা। কারণ সম্প্রতি তাদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে কনে সেজে বসে রয়েছেন ঐন্দ্রিলা। গায়ে লাল বেনারসি, কপালে সিঁদুর, মাথায় কনের মুকুট। অপরদিকে অঙ্কুশকে দেখা গিয়েছে ধুতি ও পাঞ্জাবিতে।
তবে কি চুপিসারে বিয়ে সেরে ফেললেন সেলিব্রিটি যুগল! বিষয়টি তেমন নয়। এই ছবি দেখে সকলেই অবাক। তবে চমকে যাওয়ার কোনো কারণ নেই। কারণ এটি আসল বিয়ে নয়। অভিনয় করতে গিয়ে এমন সাজ সাজতে হয়েছে তাদের৷ আর সেই সময়ে এই ছবিটি তোলা হয়৷ সামনেই আসতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ছবি ‘লাভ ম্যারেজ’।
View this post on Instagram
গতকাল ১৪ই ফেব্রুয়ারি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও ছবিতে রয়েছে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য প্রমুখ। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে অঙ্কুশের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মূল কারণ। তিনি যে পেশাগত কারণের জন্য অমন পোস্ট করেছেন তা আর বুঝতে বাকি নেই। এবার ছবি মুক্তি পাওয়ার পালা।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post