নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের জামালপুরে বেরুগ্রাম আচার্য্য গিরিশ চন্দ্র বসু বিদ্যাপীঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো শুক্রবার। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করে এই ক্রীড়া প্রতিযোগিতায়। মোট ৩৫ টি ইভেন্টে খেলা হয়। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা কে কেন্দ্র করে একটা আনন্দের হিল্লোল বয়ে যায় ছাত্র ছাত্রীদের মধ্যে। প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের পুরস্কৃত করা হয়। সবচেয়ে মজার খেলা ছিল যেমন খুশি সাজো। সেই খেলায় দশম শ্রেণীর দুই ছাত্র শেখ আজিজ ও সৌম্যদীপ হাজরা হাম ও রুবেলা ভ্যাকসিনের প্রচার করে দ্বিতীয় স্থান অধিকার করে।
এরই সাথে সাথে বিদ্যালয়ে বিশেষ নিউট্রিশন দিবস পালন করা হয় শুক্রবার । বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত হন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি ও বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি ভূতনাথ মালিক। তাঁরা ছাত্র ছাত্রীদের মিড ডে মিলের খাবার পরিবেশন করে খাওয়ান ও প্রত্যেকের হাতে একটি করে ফল (কলা) তুলে দেন।
এস আই অফিস থেকে স্পেশাল এডুকেটর অনিতা কর আচার্য্য বিদ্যালয়ে মিড ডে মিল পরিদর্শন করতে এসে ছাত্র ছাত্রীদের বিশেষ পুষ্টি সপ্তাহের খাবার তুলে দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ মালিক বিধায়ক ও সভাপতি কে ধন্যবাদ জানান বিদ্যালয়ে আসার জন্য। আর বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠ ভাবে সম্পন্ন করার জন্য জয়সিং মুর্মু, মঙ্গল মুর্মু সহ সকল শিক্ষক শিক্ষিকা কে ধন্যবাদ জানান।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post