নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- হাই কোর্টে রক্ষাকবচের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর গরু পাচার কাণ্ডে বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে ফের তলব করেছে সিবিআই। এর আগে চারবার হাজিরার নোটিশ তিনি এড়িয়ে গিয়েছেন। আগামী ৬ এপ্রিল সকাল ১১ টায় নিজাম প্যালেসে অনুব্রত মন্ডলকে হাজিরা দিতে বলেছে সিবিআই। শনিবার সন্ধেয় জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত প্রসঙ্গে বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং বলেন, গ্রেপ্তারির ভয়ে অনুব্রত মন্ডল হাজিরা এড়িয়ে যাচ্ছেন। নবান্নের নির্দেশ মতো ওনি বক্তব্য পেশ করছেন।
আসানসোল লোকসভা কেন্দ্র এবং বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে সাংসদ অর্জুন সিংয়ের বক্তব্য, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন থাকলে দুটি কেন্দ্রেই বিজেপির জয় নিশ্চিত। কিন্তু প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকলে ওরা বুথ লুঠ করে নেবে। প্রসঙ্গত, এদিন ৬০ বছরে পা রাখলেন ব্যারাকপুর কেন্দ্রের লড়াকু সাংসদ তথা জননেতা অর্জুন সিং। এদিন সকাল থেকেই প্রিয় নেতাকে শুভেচছা জানাতে দলীয় কর্মী-সমর্থকরা মজদুর ভবনে ভিড় জমিয়েছিলেন। জন্মদিনে তাঁর বার্তা, ভেদাভেদ ভূলে এলাকার উন্নয়ন করা উচিত। হিংসা ভূলে মানুষ মানুষকে বেশি করে ভালো বাসুক।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post