নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- নমিনেশন জমা দেওয়ার পর থেকেই শাসক দলের সন্ত্রাসের অভিযোগে ঘর ছেড়েছেন ব্যারাকপুর ব্লক-২ উন্নয়ন অফিস অধীনস্থ বিলকান্দা-১ ও ২, বন্দীপুর ও পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের বহু বিজেপি প্রার্থী। অভিযোগ, মুখে কাপড় বেঁধে বাইক বাহিনী বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিচ্ছিল। ছোট বাচ্চা এবং কোলে দুধের শিশু নিয়েও অনেক মহিলা প্রার্থী ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর ঘর ছাড়াদের বৃহস্পতিবার বিডিও অফিসে আনা হয়েছিল ।
সেখানে সিম্বল জমা দেওয়ার পর পুলিশের ঘরছাড়াদের বাড়িতে পৌঁছে দেন কলকাতা উত্তর শহরতলী জেলার সভাপতি অরিজিৎ বক্সী। সঙ্গে ছিলেন জেলার সহ-সভাপতি কৌশিক চট্টোপাধ্যায় । যদিও খড়দা ব্লক তৃণমূল সভাপতি শুকুর আলী পুরকাইতের দাবি, ওদের অভিযোগ ভিত্তিহীন । দলনেত্রী, সাধারণ সম্পাদক ও বিধায়ক শোভনদেব চ্যাটার্জির নির্দেশ, বিরোধীদের নির্বাচনে কোনওরকম বাধা দেওয়া যাবে না। প্রয়োজনে তাদের কোনও অসুবিধা হলে সাহায্য করতে হবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post