সুরশ্রী রায় চৌধুরী: সম্প্রতি অরিজিত সিং ২০২১ সালের পুরনো ডিপি (ডিসপ্লে পিকচার) আবার ফিরিয়ে এনেছেন। অরিজিত তার ফেসবুক প্রোফাইলে পুরনো ডিপি দিয়েছেন। যাতে মাথা নীচু করে স্টেজকে প্রণাম করছেন শিল্পী। এই ছবিতেই আর পাঁচজনের মত কমেন্ট করেন রূপঙ্কর। তারপর থেকেই রূপঙ্করকে রোষের স্বীকার হতে হচ্ছে অরিজিতের ভক্তদের কাছে। অরিজিতের এই ছবিতে ভালবাসা এঁকে দিয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। তাঁদের মধ্যে গায়ক রূপঙ্কর বাগচী ‘লাভ’ প্রতিক্রিয়া দিয়েছেন, “ভালবাসা নিও”। তারপরই কেলেঙ্কারি!
ভালবাসা নিও’… মন্তব্য তেই রূপঙ্করকে রোষের স্বীকার হতে হলো অরিজিতের ভক্তদের কাছে। কেউ লিখেছেন, আর যাই হোক ওকে নিয়ে ছেলেখেলা না। কেউ কেউ সোজা জিজ্ঞেস করলেন, “হূ ইজ অরিজিত ম্যান?” অরিজিত এর ভক্তরা রূপঙ্করকে বললেন, “অরিজিত ভালবাসা নেবে কিন্তু আপনি দেবেন না প্লিজ”। আবার কেউ বললেন, “আপনি ওর ওপর নজর দেবেন না স্যার”। কেউ বললেন, “আবার ইনসিকিওরিটি”? যদিও একথার উত্তর দেন নি রূপঙ্কর। উঠে এসেছে
কেকের প্রসঙ্গও সোশ্যাল মিডিয়ায় হু ইজ কেকে ম্যান… এই মন্তব্যের রেশ শেষ হতে না হতেই কলকাতায় কনসার্ট শেষে মৃত্যু হয় KK- র। তারপর থেকেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না রূপঙ্করের। পরিবারের ওপর মানসিক আঘাত, মিও আমরের সঙ্গে চুক্তি – এক নিমেষেই সব হারিয়েছেন শিল্পী। এবার নতুন করে আবারও অরিজিতের অনুরাগীদের কাছে বিতর্কে জড়ালেন শিল্পী।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post