নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ডের তদন্তভার শুক্রবার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির প্রতিনিধি দল। সেই দলে শুভেন্দু অধিকারী ছাড়াও সাংসদ অর্জুন সিং ছিলেন। এই হত্যালীলা প্রসঙ্গে তিনি বললেন, ওখানে হত্যাকাণ্ডের পিছনে রয়েছে তোলাবাজির লড়াই।
আরো পড়ুন ‘সিবিআই নিরপেক্ষ নয়, বিজেপি পক্ষ!’ প্রশ্ন তুলল তৃণমূল
কাঁচা টাকার ভাগবাটোয়া ঘিরে লড়াই। তবে সিবিআই তদন্তে প্রকৃত দোষীরা সাজা পাবেই। এই ঘটনা নিয়ে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। সাংসদ বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি করা হয়েছে। সাংসদের সংযোজন, ওখানে খুনের ঘটনার পরই পুলিশের সক্রিয় হওয়া উচিত ছিল। পুলিশ চাইলে এতবড় ঘটনা ঘটতো না। কিন্তু পুলিশ হাত গুটিয়ে বসেছিল। হত্যালীলার ঘটনায় তিনি অনুব্রত মন্ডলের গ্রেপ্তারের দাবিও করলেন।
Discussion about this post