নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ” জুটমিলের জন্য তিনি বরাবর লড়াই করেছেন।” মঙ্গলবার বিকেলে ব্যারাকপুরে শহীদদের স্মরণে আয়োজিত চিত্র প্রদর্শনীতে হাজির হয়ে এমনটাই দাবি করলেন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং। এদিন বিকেলে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তরফে ভোট পরবর্তী হিংসায় নিহতদের স্মরণে ব্যারাকপুর স্টেশনের কাছে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
আরো পড়ুন Actress Puja Saha Exclusive Interview: চেষ্টা করো সাফল্য আসবেই পূজা
এদিনের চিত্র প্রদর্শনীতে সাংসদ অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, জেলার পর্যবেক্ষক প্রবাল রাহা,যুব নেতা জয় সাহা-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন সাংসদ অর্জুন সিং বলেন, একসময় তিনি জুটমিলের কর্মী ছিলেন। তাই তিনি জুটশিল্প বাঁচানোর লড়াইটা বরাবর করেছেন। কিন্তু এই লড়াইটা যারা ২০ বছর ধরে লড়েছেন। তারা লড়াইটাকে ঠিক জায়গায় তুলে ধরতে পারেনি। কিন্তু তিনি লড়াইটাকে উচ্চসীমায় পৌঁছে দিয়েছেন।
Discussion about this post