নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– বাংলায় রাবনের দৌরাত্ম্য বেড়েছে। তবে বাংলায় রাবন বধ এখন শুধু সময়ের অপেক্ষা। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে রামনবমী উপলক্ষে রবিবার বিকেলে কাঁকিনাড়ার আর্যসমাজ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দিয়ে এমনটাই দাবি করলেন সাংসদ অর্জুন সিং। শোভাযাত্রা ঘোষপাড়া রোড ধরে ভাটপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। সাংসদের সংযোজন, জয় শ্রীরাম ছাড়া আর কোনও উপায় নেই। তবে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিয়ে যারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন, তাদের সকলকেই স্বাগত জানাই।
আরো পড়ুন Lo Phir Yaad Aagaye মুক্তি পেয়েই ১ লক্ষের বেশি মানুষের মন ছুলো
এদিনের শোভাযাত্রায় সাংসদ অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, রাজ্য যুব মোর্চার সম্পদক উত্তম অধিকারী, হিন্দু জাগরণ মঞ্চের রোহিত সাউ-সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন রামনবমীর বর্নাঢ্য শোভাযাত্রায় পা মেলালেন ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলর দেবজ্যোতি ঘোষ ও অমিত গুপ্তা, তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে, অরুন সাউ প্রমুখ।
Discussion about this post