নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- মৎস্য ব্যবসায় লগ্নির প্রলোভন দেখিয়ে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বুধবার নোয়াপাড়া থানার পুলিশের জালে দুই প্রতারক। ধৃতদের নাম গৌতম ঠাকুর ও রূপক বালা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে গারুলিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগর এলাকায় নিজের বাড়িতে অফিস খুলে বসেছিলেন গৌতম ঠাকুর। অভিযোগ, ধৃতেরা দক্ষিণ ভারতের এক কোম্পানিতে মৎস্য ব্যবসার জন্য টাকা বিনিয়োগ করলে বিপুল পরিমাণ অর্থ লাভ করা যাবে। এই প্রতিশ্রুতি তারা দিচ্ছিলেন।
সেই প্রলোভনে পা দিয়েই অনেকেই অর্থ লগ্নি করে প্রতারিত হয়েছেন। কিন্তু চলতি মাসের ১৪ জুন থেকে বিনিয়োগকারীরা নিজেদের টাকা ফেরত না পেয়ে বারংবার চাপ দিচ্ছিলেন গৌতম ঠাকুরকে । অবশেষে টাকা ফেরত না পেয়ে প্রতারিত হয়ে বুধবার তারা নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে গৌতম ঠাকুর ও রূপক বালাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করেছে। তাছাড়া গৌতম ঠাকুরের বাড়িতে থাকা অফিস থেকে পুলিশ কম্পিউটার বাজেয়াপ্ত করেছে। পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এই প্রতারণা চক্রে আর কারা জড়িত। সেইসঙ্গে ধৃতেরা মোট কত টাকা তুলেছিল, তা পুলিশ খতিয়ে দেখবে।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post