নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ভালো কাজের পুরস্কার স্বরূপ ভাটপাড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের সাফাই কর্মীদের শীতবস্ত্র উপহার দিল স্বেচ্ছাসেবী সংস্থা দিশিতা। ওই ওয়ার্ডে ঠিকমতো সাফাই কাজ হচ্ছে না বলে অনেকের অভিযোগ তুলেছিলেন। তারপর এক সপ্তাহের মধ্যে পুরসভার সাফাই কর্মীরা রাস্তাঘাট, নিকাশি নালা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা।
রবিবার শ্যামনগর ঝাউতলা মোড়ে পুরসভার ব্রাঞ্চ অফিসের সামনে ভালো কাজের ফলস্বরূপ দশজন সাফাই কর্মীর হাতে শীতবস্ত্র তুলে দিলেন দিশিতার কর্ণধার শ্যামাশ্রী শ্যাম। হাজির ছিলেন ওয়ার্ডের কো-অর্ডিনেটর অদিতি সরকার। দিশিতার কর্ণধার শ্যামাশ্রী শ্যাম বলেন, এক সপ্তাহ জুড়ে দারুন কাজ করেছে সাফাই কর্মী ভাইয়েরা। তাই ভালো কাজের জন্য ওদের শীতবস্ত্র উপহার দেওয়া হল। আগামীদিনে ভালো কাজের জন্য সাফাই কর্মী ভাইদের আরও ভালো পুরস্কার দেওয়া হবে।
Discussion about this post