নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :– বইমেলায় জাগো বাংলার স্টল না থাকায় বিতর্ক তুঙ্গে খড়দায়। শিল্পাঞ্চলে খড়দা বই মেলার একটা খ্যাতি আছে। আগে বই মেলার প্রাণ পুরুষ ছিলেন সদ্য প্রয়াত বিধায়ক কাজল সিনহা। প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহার অভিযোগ, প্রতিবছর খড়দহ বইমেলায় জাগো বাংলার স্টল করা হতো। সেই স্টলে দলীয় কর্মীদের নিয়ে বসতেন প্রয়াত বিধায়ক কাজল সিনহা।
আরো পড়ুন হেরিটেজ তকমা বাঙালির দুর্গাপূজায়, আগামী বছর ১০ দিন থেকে পালিত হবে দুর্গোৎসব – ঘোষণা মুখ্যমন্ত্রীর
নন্দিতা সিনহার দাবি, বইমেলা কমিটি কাজল দাকে মনে রাখেনি। এমনকি বইমেলা কমিটিতে ঠাঁই মেলেনি নন্দিতা সিনহারও। এই বিষয়ে খড়দহ পুরসভার প্রশাসক নীলু সরকার বলেন, ২২ বছরে পা রেখেছে বইমেলা। তবে কোনওদিনও নন্দিতা দেবী বইমেলায় আসেনি। তবে যারা জাগো বাংলার স্টল দিতেন, তারা হয়তো ধ্যান দেয়নি।
আরো পড়ুন আমার পরামর্শ গ্রহণ করেছে কেন্দ্র, বুস্টার ডোজ়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মন্তব্য রাহুলের
নীলু সরকারের দাবি, পরের বছর নিশ্চয়ই জাগো বাংলার স্টল করা হবে। বিজেপি নেতা কিশোর কর বলে, ওটা ওদের দলের বিষয়। এখন বাংলায় সবাইকে নিয়ে চলা উঠে গিয়েছে।
Discussion about this post