সংবাদদাতা বসিরহাট: করোনার তৃতীয় ঢেউয়ে প্রভাব পড়েছে গোটা দেশে তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন স্বয়ং বিধায়ক নিজেই। এবার বসিরহাট দক্ষিণের বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তসী ব্যানার্জির উদ্যোগে চারটি অক্সিজেন কনসেন্ট্রেটর বসিরহাট জেলা হাসপাতালের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
এদিন বিধায়ক সপ্তসী ব্যানার্জি বলেন , এই সময়ে আমাদের মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমরা জানি এই মুহুর্তের সবচেয়ে করণা আক্রান্ত রোগীদের বেশি প্রয়োজন অক্সিজেনের। তাই আমি বসিরহাট জেলা হাসপাতালে মানুষের জীবন রক্ষায় অক্সিজেন কনসেন্ট্রেটর হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিলাম।
আরো পড়ুন রোগ শয্যাতেই হাতে উঠলো পদ্মশ্রী বাঁটুল দি গ্রেট খ্যাত নারায়ন দেবনাথের
এই বিষয়ে হাসপাতালে 1 আধিকারিক বলেন করোনার তৃতীয় ঢেউয়ে বহু মানুষ আক্রান্ত হচ্ছে । বেশি করে স্বাস্থ্য দপ্তর গুলিতে অক্সিজেনের ব্যবস্থা রাখা প্রয়োজন সেই ভেবে বিধায়ক আজ চারটি অক্সিজেন কনসেন্ট্রেটর বসিরহাটের হাসপাতলে যে সমস্ত রোগী ভর্তি হবেন তাদের ব্যবহারের জন্য বিধায়ক দান করেছেন এতে উপকৃত হবেন বহু করনা আক্রান্ত রোগী।
Discussion about this post