নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর :- ফের হাজিরা এড়ালেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। গরুপাচার কাণ্ডে আজ তার সিবিআইযের দফতর নিজাম প্যালেসে হাজিরা দেবার কথা ছিল। বুধবার সকালে চিনার পার্কে ফ্ল্যাট থেকে বেরিয়ে পথেই অসুস্থ বোধ করলে তিনি নিজাম প্যালেসের বদলে এখন এস এস কে এমের উডবার্ন ব্লকে ভর্তি হন। তাঁর শারীরিক পরীক্ষার জন্য গঠিত হয়েছে মেডিকেল টিমও।
অনুব্রতের হাজিরা এড়ানো প্রসঙ্গে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ওনি কতটা ভীত, তা দেশের সাধারণ মানুষ দেখছে। তবে তৃণমূলের প্রভাবশালী নেতা-মন্ত্রীরা অসুস্থ হলেই বেলভিউ কিংবা উডল্যান্সে যান। তখন সরকারি হাসপাতালের ওপর তাদের আস্থা থাকে না। কিন্তু কেন্দ্রীয় এজেন্সি ডাকলেই তৃণমূলের নেতা-মন্ত্রীরা এস এস কে এমে ভর্তি হন।
Discussion about this post