নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান: দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৬ তম স্বাধীনতা দিবস। আনন্দের এই মুহুর্তে দায়িত্ববান নাগরিকের ভূমিকায় জামালপুর- ১ গ্রাম পঞ্চায়েত। স্বাধীনতা দিবসের দিনেই প্লাস্টিক মুক্ত ও ডেঙ্গু মুক্ত গ্রাম তৈরির লক্ষ্যে পদযাত্রার আয়োজন জামালপুর ১ পঞ্চায়েতে।পদযাত্রা থেকে লিফলেট ও স্লোগানের মধ্য দিয়ে পথ চলতি সাধারণ মানুষজন থেকে শুরু করে ব্যাবসায়ীদের প্লাস্টিক না ব্যবহার করার আবেদন জানানো হয়।
তুলে ধরা হয় প্লাস্টিকের ক্ষতিকারক দিকগুলি।পাশাপাশি ডেঙ্গু নিয়েও সচেতন বার্তা প্রেরন করা হয়। সামনের সারিতে থেকে পদযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর- ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এমন অভিনব উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষজন।এদিন সরেজমিন নেমে ব্যাবসায়িদের প্লাস্টিক কিংবা প্লাস্টিকজাত জিনিস না ব্যবহার করার অনুরোধ রাখেন স্বয়ং উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল, এছাড়াও তিনি ডেঙ্গু নিয়েও সচেতন করেন।পাশাপাশি এদিন কচিকাঁচাদের হাতে একটি করে জীবনস্বরুপ গাছ তুলে দেওয়া হয় কারন পরিবেশ ও দেশ ভালো রাখতে গাছের বিকল্প কিছু হয়না। এভাবেই স্বাধীনতা দিবস পালন করলো জামালপুর- ১ গ্রাম পঞ্চায়েত।

২৪X৭ নিউজ বেঙ্গল এ সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা এবং ইংলিশ খবর পড়ুন ২৪X৭ নিউজ বেঙ্গল এর ওয়েবসাইটে। নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে।
‘রঙ’ ছাড়া সংবাদ খুঁজে পাওয়া কঠিন। কোন খবরটা ‘খাচ্ছে’? সেটাই কি শেষ কথা? নাকি আসল সত্যিটার নাম ‘সংবাদ’! ‘ব্রেকিং’ আর প্রাইম টাইমের পিছনে দৌড়তে গিয়ে দেওয়ালে পিঠ ঠেকেছে সত্যিকারের সাংবাদিকতার। অর্থ আর চোখ রাঙানিতে হাত বাঁধা সাংবাদিকদের। কিন্তু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে ‘রঙ’ লাগানোয় বিশ্বাসী নই আমরা। আর মৃত্যুশয্যা থেকে ফিরিয়ে আনতে পারেন আপনারাই। সোশ্যালের ওয়াল জুড়ে বিনামূল্যে পাওয়া খবরে ‘ফেক’ তকমা জুড়ে যাচ্ছে না তো? আসলে পৃথিবীতে কোনও কিছুই ‘ফ্রি’ নয়। তাই, আপনার দেওয়া একটি টাকাও অক্সিজেন জোগাতে পারে। স্বতন্ত্র সাংবাদিকতার স্বার্থে আপনার স্বল্প অনুদানও মূল্যবান। পাশে থাকুন।
Discussion about this post