অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য তার জীবনের কিছু মজার ঘটনা এবং তার অভিনয় জগতের কাজের কথা নিয়ে 24×7 news Bengal এর একান্ত সাক্ষাৎকারে কি বললেন আসুন জেনে নিই।
1. কেমন আছো?
উ:- ভালো আছি কিন্তু আবার কোভিড বাড়ছে সেটার জন্য টেনশনে আছি আবার কি হবে জানিনা। কারণ আবার দুর্গাপূজো আসছে সবাই আশায় থাকে পুজোয় আনন্দ করবে ঘুরবে ওটার জন্য একটু খারাপ লাগছে প্রায় তিন বছর একই ভাবে করোনার জন্য সবকিছু আটকে গেছে এবারেও যদি একই রকম হয় খারাপ লাগবে খুব।
আরো পড়ুন Showcase their talents in “Sajkotha”
2. এখন তো আমরা কাঞ্চি সিরিয়ালের সেটে আছি আর কাঞ্চি সিরিয়ালে তোমার চরিত্রের নাম রোহিনী। এই রিল লাইফ রোহিনী আর রিয়েল লাইফ আয়েশা কি একই নাকি পার্থক্য আছে?
উ:- একদমই নয়, রিল লাইফে রোহিনী হল খুবই প্রচন্ড খারাপ সিরিয়ালে রোহিনী হলো একটা নেগেটিভ চরিত্র। রোহিনী আসলে খুব ধান্দাবাজ ও সবার সামনে খুব ভালো সেজে থাকে। কিন্তু ভিতরে ভিতরে বাড়িতে যা কিছু হয় সব কলকাটি নাড়ে। আগে সে স্বামীকে পাত্তা দিত না কিন্তু এখন দেখাচ্ছে সে স্বামীকে খুব ভালোবাসে কারণ তার স্বামীর হাতে সম্পত্তির বেশির ভাগটাই চলে এসেছে। রোহিনীর সবচেয়ে প্রিয় হল তার শ্বশুর মশাই যে কিনা রোহিনীর ক্রাইম পার্টনার বলতে পারো। এক কথায় বলা যায় রোহিনী খলনায়িকা। কিন্তু আমার সাথে রোহিণীর কোন মিল নেই। রিল লাইফ রোহিনী রিয়েল লাইফ আয়েশা একদম আলাদা। রিয়েল লাইফ আয়েশা খুব মন খোলা বিন্দাস মাইন্ডের মেয়ে খুব মজায় থাকতে সে ভালবাসে।
আরো পড়ুন Matri Shakti Banner Shoot 2022: মাতৃশক্তি ব্যানার স্যুট ২০২২
3. অভিনয় জগতে আসা কিভাবে? কত বছর হল অভিনয় জগতে আছো?
উ:- অভিনয় জগতে আছি প্রায় 16-17 বছর হয়ে গেল আমার অভিনয় জগতে আসাটা অনেক ছোটবেলায় এবং সেটা খুব অদ্ভুতভাবে হয়েছিল। আমার মায়ের একটা ইচ্ছা ছিল যে উনি এই অভিনয়টাকে পেশা করবেন সেটা কোন কারণে ওনার হয়ে ওঠেনি। কিন্তু আমার মধ্যে দিয়ে উনার স্বপ্নটা পূরণ হয়েছে। আমাদের পাড়ায় দুর্গাপুজো হতো সেখানে দুর্গাপূজায় খুব বড় ইভেন্ট হয়, সেই বছর আমাদের পাড়ায় পুজোতে গান করতে আসে ডুপ্লিকেট বাপি লাহিড়ী। আর আমাদের পাড়ায় সবাই জানতো অনুষ্ঠানে যেই গানটাই হোক না আর কেউ না হলেও টুকটুক অর্থাৎ আমি স্টেজে উঠে নাচানাচি করবই। আর আমি সেই দিন তাই করলাম। সেদিন ওখানে একজন আর্টিস্ট কো-অর্ডিনেটর উপস্থিত ছিলেন তিনি আমাকে দেখেন আমার এই চুলবুলিয়ানা দেখেন। প্রোগ্রাম শেষ হবার পর তিনি আমার কাছে এলেন এসে জিজ্ঞাসা করলেন ” তোমার মা কোথায়?” তো আমার মা তারপর আসেন এবং জিজ্ঞাসা করেন কি ব্যাপার? তখন উনি বললেন, কিছুই না তারা বাংলায় ব্যোমকেশ বক্সী হচ্ছে সেখানে একটা বাচ্ছা মেয়ে খুঁজছি আমরা সেটার জন্য আপনার মেয়েকে পছন্দ হলো। আপনারা কি ইন্টারেস্টেড? আমার মা রাজি হন এবং তারপর আমি ওখানে অডিশনে যাই এবং সিলেক্ট হই সেখান থেকেই আমার কাজের জার্নি শুরু।
আরো পড়ুন Banglar Gorbo Award 2022 Registration
4. করোনার জন্য যখন কাজ বন্ধ ছিল সেই লকডাউনের সময় টা কিভাবে বাড়িতে কাটিয়েছো?
উ:- লকডাউন টা ভালই কেটেছে। মজার ব্যাপার হলো বাড়িতে অনেক কাজ করেছি এবং তার সাথে অনেক রকম রান্নাও শিখেছি। আর সব থেকে বেশি যেটা করতে হয়েছে সেটা হলো আমার বাবাকে পাহারা দেওয়া। বাবা বারবার বাইরে চলে যেতে চাইলে আমি মা পাহারা দিয়ে কাটিয়েছি বাবাকে।
আরো পড়ুন Rai Debalina Dey Exclusive Interview: আদৌ কী আত্মহত্যা? মুখ খুললেন অভিনেত্রী রাই দেবলীনা দে, দেখুন ভিডিও
5. হবিস কি কি আছে?
উ:- নাচ। নাচ ছাড়া আমি থাকতে পারবো না এক কথায় নাচ আমার অক্সিজেন। আমাকে যদি নাচ আর অভিনয়ের মধ্যে যেকোনো একটা বেছে নিতে বলে তাহলে আমি নাচটাই বেছে নেব।
আরো পড়ুন Actress Dharaa Soni Exclusive Interview: ও টি টি প্ল্যাটফর্মে দেশের প্রথম রিয়েলিটি শো র অডিশন নিতে কলকাতা ঘুরে গেলেন মুম্বাইয়ের অভিনেত্রী মান্নত
6. নাচ ছাড়া আর কি কি ভালো লাগে?
উ:- নাচ ছাড়া ঐ যে বললাম অনেক রান্না শিখেছি রান্না করতে মায়ের সাথে ঘুরতে যেতে খুবই ভালো লাগে।
আরো পড়ুন Actress Puja Saha Exclusive Interview: চেষ্টা করো সাফল্য আসবেই পূজা
7. সবচেয়ে প্রিয় বন্ধু কে?
উ:- মা আমার সবচেয়ে প্রিয় বন্ধু এক কথায় বেস্ট ফ্রেন্ড তাই আর বাইরে কারো সাথে তেমন সময় কাটাতে লাগে না। বাড়িতে এসে যতক্ষণ না মাকে সারাদিনের কথা বলছি ততক্ষণ আমার পেটের খাবার হজম হয় না।
আরো পড়ুন Exclusive Interview Prarona Bhattacharjee: “শেখার কোনো শেষ নেই প্রত্যেক দিনই নতুন নতুন কিছু শিখছি আরো শিখবো কারণ আর্ট যত ফাইন হবে তত সুন্দর হবে ” – প্রেরনা
8. তোমার দর্শকদের কি বলবে?
উ:- আমার দর্শকদের বলবো সবাই খুব ভালো থাকো, কোভিড বাড়ছে সাবধানে থাকো মাক্স পড়ো এবং আনন্দে থাকো এবং আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
Discussion about this post