অর্ক ঘোষ, বালি: কথাতেই আছে দোয়াত, কলম, কালি, এই তিন নিয়ে হয় বালি। এবার বালির মুকুটে সংযোজিত হলো আরও এক নতুন পালক। বালির বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জীর প্রচেষ্টায় এবং বালি তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই প্রথম বালিতে শুরু হলো চারদিন ব্যাপী বালি বইমেলা। বেলুড় শ্রীগুরু সংঘ মাঠে ২৪ মার্চ থেকে ২৭ মার্চ প্রযন্ত চলবে এই বইমেলা। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বইমেলার ন্যায় এখানেও ঘণ্টাধ্বনি এবং প্রদীপ প্রজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন হলো বালি বইমেলার।
এদিন বালির বিধায়ক বলেন, “দীর্ঘদিন এটা বালির স্থানীয় মানুষের চাহিদা ছিলো, এই বইমেলা বালির অহংকার। প্রথমবারের বইমেলাতেই বালির বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে আমি আপ্লুত। প্রথমবার ছোটো করে ৩২টা স্টল দিয়ে শুরু করলাম, আগামীদিনে আরও বড়ো করে হবে বালিতে বইমেলা।” এদিন তাঁকে প্রশ্ন করা হয় এতো ব্যস্ততার মধ্যেও এই উদ্যোগ কিভাবে? রানা চ্যাটার্জি বলেন, মনের খিদে, বই পড়ার খিদে থেকেই এই উদ্যোগ।
এদিনের বইমেলায় উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বৃহস্পতিবার শাস্ত্রীয় নৃত্যের মধ্যে দিয়ে বইমেলার শুভ সুচনা হয়। বালি বইমেলায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক এবং প্রাক্তন ফুটবলার বিদেশ বসু। উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী। ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণনেন্দু ঘোষ। বালি বইমেলায় উপস্থিত ছিলেন হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তুষার কান্তি ঘোষ।
আরো পড়ুন Hijab Row: হিজাবমামলায় জরুরি ভিত্তিতে শুনানির আর্জি খারিজ শীর্ষ আদালতের
বালির ৫৩ নং ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি এবং হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বলরাম ভট্টাচার্য্য। এদিন উপস্থিত ছিলেন বালির আরেক স্বনামধন্য ব্যক্তিত্ব এবং আনন্দ পুরষ্কার প্রাপ্ত সাহিত্যিক সুনন্দা শিকদার। উপস্থিত হয়েছিলেন হাওড়ার পাশের জেলা হুগলির উত্তরপাড়া কোতরং পৌরসভার পৌরপিতা এবং হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি দিলিপ যাদব সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ। এদিন অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকেন বিখ্যাত বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়।
Discussion about this post